প্রায় দুই বছর পর ভিন্ন এক বাংলাদেশের দেখা
দুই ডানহাতি ওপেনার নিয়ে টাইগারদের নতুন অধ্যায়
বাংলাদেশ ক্রিকেটে টি-টোয়েন্টি ওপেনিং পজিশন নিয়ে সবসময়ই ছিলো পরীক্ষা-নিরীক্ষা। প্রায় দুই বছরে ৮১ ইনিংসে ব্যবহার হয়েছে ১৪টি ভিন্ন উদ্বোধনী জুটি। তবে প্রতিবারই একপ্রান্তে ছিলেন বাঁহাতি ব্যাটার। অবশেষে বদলে গেল সেই ধারা।
নেদারল্যান্ডসের বিপক্ষে নতুন শুরু
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিয়মিত ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমনকে বিশ্রাম দেয় টিম ম্যানেজমেন্ট। তাদের পরিবর্তে ওপেন করতে নামেন সাইফ হাসান ও লিটন দাস। এটাই ছিলো প্রায় দুই বছর পর বাংলাদেশের প্রথম দুই ডানহাতি ওপেনিং জুটি।
ভাঙলো অপেক্ষা, এলো ঝড়ো শুরু
২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে লিটন-রনি জুটি শেষবার দুই ডানহাতি ওপেনিংয়ের দেখা দিয়েছিল। তবে সেদিন মাত্র ১৩ রানে ভেঙে যায় জুটি। কিন্তু এবার লিটন ও সাইফ শুরু থেকেই আক্রমণাত্মক। তারা মাত্র ১৯ বলে যোগ করেন ৩৯ রান। যদিও সাইফ ফিরেন ৮ বলে ১২ রানে, তবুও ওপেনিং জুটি আভাস দেয় নতুন সম্ভাবনার।
তিন ডানহাতি ব্যাটার একসাথে
সাইফ আউট হওয়ার পর তিনে নামেন তাওহীদ হৃদয়। এর ফলে প্রায় আড়াই বছর পর আবারও বাংলাদেশের টপ-অর্ডারে একসাথে দেখা গেল তিন ডানহাতি ব্যাটারকে। সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ২০২২ সালের সেপ্টেম্বরে, আরব আমিরাতের বিপক্ষে— যখন ইনিংস শুরু করেছিলেন মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও লিটন দাস।
ভিন্ন স্বাদের বাংলাদেশ
দীর্ঘ সময় ধরে বাঁহাতিদের আধিপত্য থাকলেও এবার প্রমাণ হলো, টাইগারদের ব্যাটিং লাইনআপে ভিন্ন কম্বিনেশনও কার্যকর হতে পারে। দুই বছর পর ওপেনিংয়ে এই পরিবর্তন বাংলাদেশ দলের নতুন ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে।